বিএনপি নেতার বাড়িতে হামলা, চার আ.লীগ নেতা গ্রেপ্তার
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মানিকগঞ্জ প্রতিনিধি
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠান চলাকালীন মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার বাড়িতে হামলা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজসহ আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বুধবার ভোরে হরিরামপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার রাতে হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল বাদী হয়ে মামলাটি করেন। গ্রেপ্তাররা হলেন- উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বাশার সবুজ (৫৫), উপজেলার ছয়আনী গালা গ্রামের হারুন অর রশিদ, কালই গ্রামের নিত্য সরকার ও মতিয়ার রহমান মতি।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৩০ মে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে উপজেলা সদরের বয়ড়া গ্রামে সাবেক মন্ত্রী প্রয়াত হারুনার রশীদ খান মুন্নুর মেয়ে ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার গ্রামের বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভায় বিএনপি নেতাকর্মীদের বক্তব্য চলাকালীন সময়ে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতারা অনুষ্ঠানে হামলা চালায়। এ সময় ককটেল বিস্ফোরণসহ আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে গুলি বর্ষণ করা হয়। দেশি অস্ত্র লোহার রড, বাটাম, হকিস্টিক, চাপাতি ও লাঠি দিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলাসহ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার বাড়ি ঘর ভাঙচুর করা হয়।
মামলায় জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের ৮৬ জন শীর্ষস্থানীয় নেতারাসহ অজ্ঞাত আরো ৪০/৫০ জনের জড়িত থাকার কথা উল্লেখ করা হয়। হরিরামপুর থানার ওসি মুহাম্মদ মুমিন খান জানান, দেলোয়ার হোসেন দুলালের দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।