ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচন দিতে হবে

খায়রুল কবির খোকন
অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচন দিতে হবে

বিএনপি যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপি আহ্বায়ক সাবেক এমপি খায়রুল কবির খোকন মন্তব্য করেন, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কথা বলে যদি অনির্দিষ্টকালের জন্য ক্ষমতা ধরে রাখে, তাহলে জনগণ হয়তো তা সন্দেহের চোখে দেখবে। বর্তমানে অনেক কিছুই তারা নিয়ন্ত্রণ করতে পারছে না, রাজনৈতিক দল ছাড়া এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে দেশ চালানো অনেক কঠিন, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি, তাই সরকারকে দ্রুত উল্লেখযোগ্য সংস্কার করে নির্দিষ্ট সময়ের মধ্যে যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠ ও সুন্দর নির্বাচন দেয়ার আহ্বান জানান। তারা জনগণের ক্ষমতা জনগণের হাতে দিয়ে সসম্মানে ফিরে যাবেন।

গত বুধবার নরসিংদী শিলমান্দি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিলমান্দী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সানাউল্লাহ মিলনের সভাপতিত্বে এক বিএনপি কর্মী সভাবে তিনি এ মন্তব্য করনে। এতে আরো বক্তব্য রাখেন, নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহাসিন হোসাইন বিদ্যুৎ, নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফকির রনি, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন প্রমুখ । এ নেতা আরো বলেন, গণহত্যার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি উঠেছে, কিন্তু আমরা নিষিদ্ধ চাই না। আমরা নিষিদ্ধের রাজনীতি বিশ্বাস করি না। আমরা ফাঁকা মাঠে গোল দিতে চাই না। আমরা চাই বিএনপি আগামী দিনে নির্বাচনে যাবে, ভোটাধিকার প্রতিষ্ঠা হবে, দেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। কারণ দেশের জনগণ স্বৈরাচারী সরকারের আমলে দীর্ঘ ১৭ বছর তাদের নিজেদের ভোট প্রয়োগ করতে পারেনি। তিনি বলেন, সরকার সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, কারণ দেশের জনগণ দেখেছে কোটা আন্দোলনরত শিক্ষার্থীদের উপর কিরকম নির্যাতন-নিপীড়ন চালিয়েছে এই ছাত্রলীগের নেতাকর্মীরা। যে সংগঠন জনগণের বিরুদ্ধে হত্যা নির্যাতনের কথা বলে, সেই সংগঠনের রাজনীতি করার নৈতিক অধিকার নেই। ছাত্রলীগ ছিল আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত