ঢাকা ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

সাতক্ষীরার দেবহাটায় উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যৌথভাবে এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। বৃহস্পতিবার বেলা ১টার দিকে ভ্রাম্যমাণ আদালতে সাদা সোনা খ্যাত বাগদা ও গলদা চিংড়িতে অপদ্রব্য পুশবিরোধী অভিযান পরিচালনা করেন। এছাড়া একইসঙ্গে উপজেলার কুলিয়া ও পারুলিয়া ইউনিয়নের বিভিন্ন খাল ও জলাশয়ে অবৈধ নেট পাটা অপসারণ করেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপজেলার টিকেট গ্রামের মৃত কৃঞ্চপদ সরকারের ছেলে শ্যামল সরকারের বাড়ির মধ্যে থেকে ৬৫ কেজি অপদ্রব্য পুশকৃত বাগদা ও গলদা চিংড়ি আটক করেন। পরে আটক চিংড়ি উপজেলার পরিষদের সামনে পরিত্যক্ত স্থানে পেট্রল দিয়ে জ্বালিয়ে মাটিতে পুঁতে দেয়া হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত