ইটভাটা বন্ধের দাবি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
সুবর্ণচরে বিভিন্ন স্থানে গড়ে উঠেছে প্রায় ২০টি ইটভাটা। যার বেশিরভাগ ভাটায় ইটভাটায় পোড়ানো হচ্ছে কাঁচাকাঠ। অবাধে ব্যবহার করা হচ্ছে ফসলি জমির মাটি। এতে একদিকে যেমন ধ্বংস হচ্ছে বনায়ন, ক্ষতির মুখে পড়েছে কৃষি। কাঠ পোড়ানোর কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ ও জীববৈচিত্র্য। ইটভাটাগুলো বন্ধের দাবিতে, মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি দিয়েছে স্থানীয় বাসিন্দারা। ইটভাটাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে গতকাল বৃহস্পতিবার সুবর্ণচরের সচেতন নাগরিক সমাজের আয়োজনে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এবং স্মারকলিপি দেয়া হয়।