ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

আইফোন ও টাকার জন্য স্কুলছাত্রের হাতে মা-ছেলে খুন

আইফোন ও টাকার জন্য স্কুলছাত্রের হাতে মা-ছেলে খুন

সুনামগঞ্জে আইফোন ও টাকার জন্য মা-ছেলেকে হত্যা করেছে দুবৃত্তরা। গতকাল বৃহস্পতিবার পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ সংবাদ সম্মেলনে জানায়, মা-ছেলে হত্যার ঘটনায় এরই মধ্যে প্রধান আসামিকে গতকাল ভোরে ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত শিশু সুনামগঞ্জ সদর উপজেলার কুরবান নগরের আলহেরা মাদ্রাসার ৭ম শ্রেণির শিক্ষার্থী। চুরি করার আগে শিশুটি তার বন্ধুকে নিয়ে প্রায় ১৫ দিন আগে পৌর শহরের জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে ঘাতক ও তার বন্ধু মিলে নিহত মিনহাজের আইফোন চুরি ও তাদের ঘরে তাকা টাকা পয়সা লুটের পরিকল্পনা করে। তারা মিনহাজকে আগে থেকেই চিনতো। একই সাথে বিভিন্ন সময়ে সে মিনহাজের সাথে চলাফেরা করার সুবাদে তার অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানতো ঘাতকারা। মিনহাজের প্রবাসী আত্মীয় স্বজনরা তাকে এই আইফোনটি উপহার দেন। কিন্তু তার এই ব্যবহৃত ফোন কী ভাবে চুরি করা যায় এটা নিয়ে দীর্ঘ দিন যাবৎ চিন্তা করছিলও। তারপর এই চিন্তা অনুযায়ী গত ২৯ অক্টোবর মঙ্গলবার রাতেই সুযোগ বুঝে বাসার ভিতর লুকিয়ে থেকে যায় ঘাতক। পরে ভোর রাতে আই ফোন টাকা স্বর্ণা অলংকার লুট করার সময় মানুষের নড়াচড়া পেয়ে ঘুম ভেঙে যায় নিহত মিনহাজের। এ সময় তাকে বাধা দেয়ায় ঘরে থাকা মাছ কাটার বটি দিয়ে কুপিয়ে মিনহাজ (২০) ও তার ফরিদা বেগমকে (৫০) কুপিয়ে হত্যা করে তারা। অভিযুক্ত সম্পর্কে মিনহাজের খালাতো ভাই হয়। এই হত্যাকাণ্ডের ঘটনায় রহস্য উদঘাটন করতে পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা তদন্ত শুরু করে। এক পর্যায়ে পুলিশ ঘটনার মূল রহস্য উদ্ধার করে। সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন বলেন, প্রায় ১৫ দিন আগে পৌর শহরের জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে ঘাতক ও তার বন্ধু মিলে নিহত মিনহাজের আইফোন চুরি ও তাদের ঘরে থাকা টাকা পয়সা লুট পরিকল্পনা করে। মূলত আইফোন ও টাকার জন্য এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত