ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সোনাগাজীতে ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

সোনাগাজীতে ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

ফেনীর সোনাগাজীতে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় উপজেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে বুধবার রাতে এ কমিটি বিলুপ্ত করা হয়। সোনাগাজী কলেজ ছাত্রদলের দুই নেতার ওপর হামলার ঘটনার জেরে পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে বুধবার সন্ধ্যায় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নুর আলম সোহাগ ও সিনির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইমলাম গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৪০ জন নেতাকর্মী আহত হন।

পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি শান্ত করেন। পাল্টাপাল্টি অভিযোগ তুলে দু’পক্ষ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনও করেন।

গত ২৮ অক্টোবর কলেজ ছাত্রদল নেতা মেহেদি হাসান মিরাজ ও রায়হানের ওপর ছাত্রলীগ কর্মীরা হামলা করে। এ ঘটনায় সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইমলাম গ্রুপ অপর সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেজবাহ উদ্দিন পিয়াসকে দায়ী করেন। মঙ্গলবার বিএনপি, ছাত্রদল ও যুবদলের একাংশের নেতারা প্রতিবাদ সমাবেশ করেন। রাতে আহত মিরাজের মা খাদিজা বেগম বাদী হয়ে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেজবাহ উদ্দিন পিয়াসসহ সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করে মামলা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত