ঢাকা ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

গণপিটুনিতে দুই ডাকাত নিহত

গণপিটুনিতে দুই ডাকাত নিহত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গণপিটুনিতে ডাকাতি করার সময় দুজন নিহত হয়েছে। তার সম্পর্কে আপন দুভাই। গত বুধবার রাতে উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের খাপানির বিল এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে ভোলাহাট থানা পুলিশ। নিহতরা হলেন- ভোলাহাট উপজেলার মান্নুমোড় এলাকার হাবিবুর রহমান হবুর ছেলে আলামগীর (২৫) ও ইয়াকুব আলী (২২)। এলাকাবাসী জানান, রাতে রহনপুর থেকে ভোলাহাটে ভ্যানে আসছিলেন কয়েকজন। এ সময় খাপানির বিল এলাকায় ভ্যানটি পৌঁছালে ডাকাতরা নারীদের স্বর্ণালংকারসহ টাকা-পয়সা কেড়ে নেয়। নারীদের একজন ডাকাতদলের এক সদস্যকে চিনে ফেলে এবং চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন। স্থানীয়রা ডাকাতদলকে ঘিরে ধরে। পরে ধাওয়া খেয়ে পালানোর সময় ইয়াকুব ও তার ভাই ধরা পড়ে। সেখানেই গণপিটুনিতে তারা মারা যান। ভোলাহাট থানার ওসি শাহীনুর রহমান জানান, জামবাড়ীয়া ইউনিয়নের কলমুগড়া নামক স্থানে পাকা রাস্তার ওপর ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে দুই ডাকাতের মৃত্যু হয়। তারা সম্পর্কে আপন দুই ভাই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত