ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সারাদেশে জাতীয় যুব দিবস পালিত

সারাদেশে জাতীয় যুব দিবস পালিত

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে গতকাল মধ্যদিয়ে বিভিন্ন কর্মসূচির সারাদেশে ‘জাতীয় যুবদিবস-২০২৪’ পালিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ।

শেরপুর : জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়। শোভাযাত্রা শেষে যুব ভবন হলরুমে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক নেুরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুল ইসলাম। শপথ বাক্য পাঠ করান উপ-পরিচালক নুরুজ্জামান চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তোফায়েল আহমেদ, শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ইমান আলী, আত্মকর্মী যুবক বাবুল মিয়া প্রমুখ।

বীরগঞ্জ (দিনাজপুর) : বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জমিল উদ্দীন মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি দিপঙ্কর বর্মন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বীরগঞ্জ এপির ম্যানেজার রর্বাট কমল সরকার, বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিদ্দিক হোসেন, সফল আন্তকর্মী জাহাঙ্গীর আলম প্রমুখ। আলোচনা সভা শেষে ৩৩ জন যুবক-যুবতির মাঝে ১৫ লাখ ৩০ হাজার টাকার চেক বিতরণ, ক্রেস্ট প্রদান ও ৬০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

কাউখালী (পিরোজপুর) : দিবসটি পালনে কর্মসূচির মধ্যে ছিল- শোভাযাত্রা, আলোচনা সভা, শপথ পাঠ, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ। উপজেলা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, কাউখালী থানার ওসি মো. সোলায়মান। এ সময় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মিয়া, যুগ্ম আহ্বায়ক জিয়াউল হাসান লিকসন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, যুব উদ্যোক্তা ইমরান হোসেন প্রেসক্লাবের সভাপতি এনামুল হক প্রমুখ।

শালিখা (মাগুরা) : আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মেসবাহ উদ্দিন।

প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির আহ্বায়ক আনিচুর রহমান মিলটন, সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাসেদুল ইসলাম, উপজেলা জামায়াতের যুব ও শ্রম বিষয়ক স¤পাদক শাহিনুর রহমান, উদ্যোক্তা দিলারা বেগম প্রমুখ।

রাণীনগর (নওগাঁ) : শপথ পাঠ (আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণের সনদপত্র বিতরণ, বৃক্ষরোপণ এবং খাল ও জলাশয় পরিষ্কার পরিচ্ছন্নতাসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে কর্মসূচির শুরুতেই উপজেলা পরিষদের প্রধান ফটক সংলগ্ন স্থানে পরিবেশবান্ধব বৃক্ষের চারা রোপণ করা হয়। এরপর উপজেলার খাল ও জলাশয় এবং পরিষদ প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও এবারের জাতীয় দিবসের স্লোগানের উদ্ভাবক আব্দুল মান্নানের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত