নীলফামারী পৌরসভায় সড়ক বেহাল

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নীলফামারী প্রতিনিধি

নীলফামারী পৌরসভার ৩ নং ওয়ার্ডের নিউ বাবুপাড়ার মেলার ডাঙা এলাকার মানুষজনরা কঠিন অবস্থায় জীবনযাপন করে চলছে যুগের পর যুগ ধরে। শুধু বর্ষাকালে নয়, একটু বৃষ্টি হলেই এই এলাকার ঘরবাড়ি, রাস্তাঘাট বর্ষার পানিতে তলিয়ে থাকে দিনের পর দিন। এ বছরে পানি সরবরাহ ও নিষ্কাশনের অব্যবস্থাপনা এতটাই ভয়াবহ হয়ে উঠেছে, এলাকার অনেক মানুষজনকে বসতবাড়ি ছেড়ে অন্যত্র থাকতে হচ্ছে। এছাড়াও নিউ বাবু পাড়ার হিন্দু এলাকা, নসুরটারী, সওদাগর পাড়ার লিটনের বাড়ির পেছন থেকে নিউ বাবুপাড়া বীর মুক্তিযোদ্ধা সোলাইমান এর বাড়ি পর্যন্ত। শাহি পাড়ার গার্লস স্কুল থেকে বিডিহল, চৌরঙ্গী থেকে মমতাজ হল, বাড়াই পাড়ার রাস্তা গুলো টেন্ডারের দীর্ঘদিন হলেও কাজ সম্পন্ন হয়নি।

হাড়োয়ার এলাকার এই দুরবস্থা নিয়ে দীর্ঘদিন ধরে অনেক লেখালেখি করার পরও পৌরসভা কর্তৃপক্ষ ও স্থানীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেও কোনো সুরাহা হয়নি। এলাকার রানা, মজনু, রুবেল, ইলিয়াস, নুর আলীর সঙ্গে কথা হলে তারা এলাকার দুর্দশার কথা তুলে ধরেন, এলাকার প্রবীণ শ্রমিক দুলু মিয়া বলেন, মরহুম নিজাম আহমেদ ও মোজাহিদুল ইসলাম ফারুক সাহেবের বাড়ির সামনে থেকে মেলার ডাঙা পর্যন্ত রাস্তাটা দীর্ঘদিন ধরে আধাপাকা অবস্থায় রয়েছে, এবং এই রাস্তায় খানিক বৃষ্টি হলেই হাঁটা চলার অযোগ্য হয়ে পড়ে।

এবিষয়ে ব্যবসায়ী মতিয়ার বলেন, এখন আরও করুন অবস্থা সৃষ্টি হয়েছে, আগে কাউন্সিলর কে জানালে কিছুটা হলেও ব্যবস্থা নিতেন কিন্তু এখন কাউন্সিলর না থাকায় বিপদআপদে আমাদের বড্ড বিপাকে পড়তে হচ্ছে। এই অবস্থায় এলাকাবাসী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে থাকা কর্মকর্তার সুদৃষ্টি কামনা করছেন। দ্রুত কাজ করতে না পাড়লে এই অবহেলিত এলাকার সমস্যা বাড়তেই থাকবে, দিনের পর দিন বলে জানান ওই ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু।