ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ভ্রাম্যমাণ নারী খাবার বিক্রেতাদের মাঝে নিরাপদ গাড়ি বিতরণ

ভ্রাম্যমাণ নারী খাবার বিক্রেতাদের মাঝে নিরাপদ গাড়ি বিতরণ

চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ নারী খাবার বিক্রেতাদের মাঝে নিরাপদ খাবার গাড়ি বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চত্বরে গাড়িগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় স্থানীয় উন্নয়ন সংস্থা রিসো ভ্রাম্যমাণ গাড়িগুলো বিতরণ করে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. জিল্লুর রহমান ভ্রাম্যমাণ খাবার বিক্রেতা নারীদের কাছে গাড়িগুলো হস্তান্তর করেন।

এতে সভাপতিত্ব করেন রিসোর নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম ও শহর সমাজসেবা কর্মকর্তা নাজমুল হোসেন। আয়োজকরা জানান, শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ও গুরুত্বপূর্ণ স্থানে যেসব নারী ভ্রাম্যমাণ খাবার বিক্রি করেন, তাদের মধ্যে আটজনকে স্বাস্থ্যসম্মতভাবে কাঁচঘেরা গাড়িতে খাবার সংরক্ষণ করার জন্য নিরাপদ খাবারগাড়ি সরবরাহ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত