ফেনীতে সম্প্রতিকালে বয়ে যাওয়া ভয়াবহ বন্যায় মানুষের পাশে দাঁড়িয়ে আত্মমানবতার সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ৬০টি স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা দেয়া হয়েছে। গতকাল শনিবার ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কস্থ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রক্তদান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ সম্মাননা প্রদান করেছে ফেনীর স্বেচ্ছাসেবী সংগঠন সমূহের সম্মিলিত প্ল্যাটফর্ম স্বেচ্ছাসেবক পরিবার। স্বেচ্ছাসেবক পরিবারের সদস্য ওসমান গনি রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান, ফেনীর ট্রাফিক পরিদর্শক শওকত আহমেদ, ফ্রি মোশানের প্রতিষ্ঠাতা ফিরোজ হাসান, মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাজী রিয়াজ রহমান।