ঢাকা ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সারাদেশে জাতীয় সমবায় দিবস পালিত

সারাদেশে জাতীয় সমবায় দিবস পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল শনিবার সারাদেশে ৫৫তম সমবায় দিবস পালিত হয়েছে। এবারের সমবায় দিবসের প্রতিপাদ্য ছিল- সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ। সমবায় সম্পর্কে জনগণকে সচেতন এবং সমবায় আন্দোলনে গতিশীলতা আনতে প্রতিবছর নভেম্বর মাসের প্রথম শনিবার দিবসটি পালন করা হয়।

রংপুর : রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। আলোচনা সভা শেষে উপজেলা পর্যায়ের সমবায় সমিতির সফল উদ্যোক্তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন রংপুরের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম।

আলোচনা সভায় রংপুর বিভাগের যুগ্ম-নিবন্ধক মৃনাল কান্তি বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম এবং জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, উপজেলা পর্যায়ের বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষ্যে বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

ঝিনাইদহ : জেলা সমবায় অফিসের আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমবায়ী এবং ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া এবং সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী।

বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর এবং বিশিষ্ট সমবায়ী ও সাংস্কৃতিক সংগঠক আনোয়ারুল ইসলাম বাদশা। সমবায়ীদের একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মাগুরা : মাগুরার শ্রীপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীদের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে পতাকা উত্তোলনের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা শামীমা জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী।

সাতক্ষীরা : জেলা প্রশাসন ও সমবায় বিভাগ সাতক্ষীরার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয়সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর সেখান থেকে একটি বর্ণাঢ্য সমবায় র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, জেলা সমবায় অফিসার এফ.এম সেলিম আখতার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও আইসিটি) বিষ্ণুপদ পাল, সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, সদর উপজেলা সমবায় অফিসার করিমুল হক, সাতক্ষীরা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি আব্দুর রব ওয়ার্ছী প্রমুখ।

কাউখালী (পিরোজপুর) : উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে র‌্যালি, আলোচনা সভা, সমবায় পতাকা উত্তোলনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা হলরুমে উপজেলা সমবায় কর্মকর্তা ওহিদুজ্জামান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা, কাউখালী থানার পুলিশের ওসি (তদন্ত) সুমন সরকার, সদর চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, যুব উন্নয়ন কর্তকর্তা এসএম জাহিদ হোসেন, বিএনপি নেতা ফারুক হোসেন, প্রেসক্লাবের সভাপতি এনামুল হক প্রমুখ।

পীরগঞ্জ (রংপুর) : পীরগঞ্জ অডিটরিয়াম হলরুমে উপজেলা সমবায় কমকর্তা মাহফুজা বেগমের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা বন কমকর্তা মিঠু তালুকদার, ক্ষুদ্র কৃষক কর্মকর্তা শরিফুল ইসলাম, বিআরসি (সেচ) উপ-সহকারী নাজমুল হোসেন, মিল্কভিটা কর্মকর্তা মিনময় রায়, উপজেলা তথ্য আপা জান্নাতুল রেহেনা, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ইয়াতিমুল হাসান লিটন প্রমুখ। এর আগে দিবসটি উপলক্ষে উপজেলা সদরে একটি র‌্যালি বের হয় ।

ফুলপুর (ময়মনসিংহ) : দিবসটি পালনে র‌্যালি, আলোচনা সভা ও শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমবায় অফিসার মির্জা রাশিদ আহাম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, ফুলপুর প্রেসক্লাব সভাপতি নাজিম উদ্দিন, ফুলপুর শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেলিম প্রমুখ।

সোনাগাজী (ফেনী) : উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা উপজেলা ভিডিও কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার লুবনা। সোনাগাজী উপজেলা সমবায় অফিসার ভারপ্রাপ্ত মুজিবুল হকের সভাপতিত্বে উপজেলা সমবায় অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডেল থানার ওসি মো. কামরুজ্জামান।

বক্তব্য রাখেন- উপজেলা মৎস্য অধিদপ্তর এসডিএফ এর ক্লাস্টার অফিসার সুলতানা আক্তার, উপজেলা মিল্কভিটার ব্যবস্থাপক মাঈন উদ্দিন, সমবায়ী আবদুর রাজ্জাক, সমবায়ী ও সাংবাদিক বাহার উল্লাহ বাহার, সমবায়ী মাঈন উদ্দিন প্রমুখ।

উখিয়া (কক্সবাজার) : র‍্যালি শেষে উখিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমেদ বলেন, দারিদ্র্য বিমোচন ও আর্থসামাজিক উন্নয়নে সমবায়ের গুরুত্ব অপরিসীম।

বৈষম্যহীন বাংলাদেশ বির্নিমাণে সমবায়ীদের ভূমিকা রাখতে হবে। উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সলিম উল্লাহ সভাপতির বক্তব্যে তার দপ্তরের সার্বিক কার্যক্রম তুলে ধরেন। সহকারী পরিদর্শক শ্যামল বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উখিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, উখিয়া থানা বহুমুখী শীল কল্যাণ সমিতির সম্পাদক স্বপন শর্মা, রংধনু মহিলা সমবায় সমিতির সম্পাদক ফরিদা খাতুন, কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির সভাপতি খোরশেদ আলম প্রমুখ।

কালকিনি(মাদারীপুর): র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় সমবায় সমিতির সদস্যদের মধ্যে থেকে তাদের সমস্যা ও সমাধানের ব্যাপারে আলোচনা করা হয়।কালকিনি উপজেলা সমবায় অফিসার আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক উত্তম কুমার দাশ।

এসময় উপস্থিত ছিলেন- কালকিনি উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর সভাপতি বিএম হেমায়েত হোসেন, ফাসিয়াতলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর সভাপতি আব্দুল মান্নান ফকির, সহ-সভাপতি শহিদুল সরদার, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম, সসদস্য রোমান বেপারী, এনায়েতনগর পানি উন্নয়ন সেচ প্রকল্প সমিতির সভাপতি বাবুল সরদার প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত