কুমিল্লার তিতাসের গৌরীপুর-হোমনা সড়কের যানজট নিরসনে বাতাকান্দি বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন চাকমা। একাধিকবার তাগাদা দেয়ার পরও ফুটপাত থেকে দোকান না সরানোর কারণে ৫ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়। জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর মোড় থেকে বাঞ্ছারামপুর পর্যন্ত ৩১ কিলোমিটার সড়কটি দিয়ে প্রতিদিন কুমিল্লা জেলার তিতাস, হোমনা, মেঘনা, মুরাদনগর ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার হাজার হাজার যাত্রীরা যাতায়াত করেন। আঞ্চলিক এ সড়কের মাঝামাঝি স্থানে তিতাসের সবচেয়ে বড় বাণিজ্যিক স্থান বাতাকান্দি বাজার। প্রধান সড়কের উভয়পাশে রাস্তার দখল অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট এবং একাধিক সংযোগ সড়কে অবৈধ সিএনজি স্টেশন থাকায় প্রতিদিন দীর্ঘক্ষণ যানজট লেগে থাকে। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উক্ত যানজটের বিষয়টি প্রায় উত্থাপন করা হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক ও জনগণের দুর্ভোগ লাগবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সড়ক থেকে অস্থায়ী দোকানপাট সরাতে গত বুধবার থেকে শনিবার পর্যন্ত মাইকিং করা হয়। এ সময়ের মধ্যে ফুটপাট দখলমুক্ত না হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে গতকাল রোববার অভিযান চালানো হয়। সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা বলেন, বাতাকান্দি বাজারে রাস্তার দুইপাশে অবৈধভাবে গড়ে উঠা দোকানপাটের কারণে প্রতিদিনই যানজট লেগে থাকে। বিষয়টি আমাদের নজরে আসায় আমরা যানজট নিরসনে ধারাবাহিক প্রদক্ষেপ গ্রহণ করেছি। সেই ধারাবাহিকতায় আজকে অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে এবং ৫ ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিন বলেন, যানজট নিরসনে এরই মধ্যে আমরা বাজার ব্যবসায়ী কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেছি। রাস্তা থেকে অবৈধ দোকানপাট সরিয়ে নেয়ার জন্য গত ৪ দিন প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছিল। অবৈধ দোকান সরিয়ে না নেয়ায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।