ফুলপুর পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ফুলপুর পৌরসভার সাবেক মেয়র উপজেলা যুবলীগের সভাপতি মিঃ শশধর সেনকে গ্রেপ্তার করে গতকাল রোববার আদালতে পাঠানো হয়েছে। শনিবার মধ্যরাতে ময়মনসিংহ শহরের সানকিপাড়া এলাকার একটি ভাড়াবাসায় যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। সরকার পতনের পর থেকে এলাকা ছেড়ে তিনি আত্মগোপনে ছিলেন। ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি শফিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করে জানান, একটি বিস্ফোরক মামলায় তাকে সাতদিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। শশধর সেন গত পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ফুলপুর পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছিলেন। প্রায় দেড় যুগ ধরে উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি ফুলপুর পৌরসভা নির্বাচন শুরুর পর থেকেই মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হচ্ছিলেন। গত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন। কিছুদিনের মধ্যেই সাবেক প্রতিমন্ত্রী উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শরীফ আহমেদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হওয়ায় তার বিরোধী পক্ষে অবস্থান নিয়েছিলেন। সরকার পতনের পর শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে তিনিও আত্মগোপনে চলে যান।