শিক্ষা উপকরণ বিতরণ
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ফেনী প্রতিনিধি
সমাজসেবামূলক ‘ইউ আর ফর বেটার ওয়ার্ল্ড’ প্রোজেক্টের অধীনে বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের মধ্য চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লেমুয়া খানকা শরীফ হিফজ মাদ্রাসার ২৫০ জন শিক্ষার্থীর মাঝে ব্যাগ, খাতা, কলম, স্কেলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। গত শনিবার এর আয়োজন করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) রোভার স্কাউট গ্রুপ, আমরা স্কাউট গ্রুপ, সমতট ওপেন স্কাউট গ্রুপ, সেবাব্রতি মুক্তি স্কাউট গ্রুপ, পিপলস ওপেন রোভার স্কাউট গ্রুপ, মাউন্টেন ওপেন স্কাউট গ্রুপ, দূর্বার মুক্ত স্কাউট গ্রুপ, সামাজিক সংগঠন ডাহুক এবং এক্সপ্লোরার ওপেন স্কাউট গ্রুপের সদস্যরা। বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির এমবিএ প্রোগ্রামের ডিরেক্টর অধ্যাপক ড. মো. আলী নূর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।