জাতীয় পার্টির অফিসে হামলা ভাঙচুরের ঘটনার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের টুইট এবং ভারতীয় লবিদের বক্তব্য অনেকটা প্রাসঙ্গিক করে তুলবে বলে মনে করছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। গতকাল চুয়াডাঙ্গা সরকারি কলেজ ও দর্শনা সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি। তিনি বলেন, গত ১৬ বছরে বাংলাদেশে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা তৈরি হয়েছিল এবং খুনি হাসিনার দোসর ও দুষ্কর্মের সহযোগিতায় জাতীয় পার্টি মূখ্য দালালের ভূমিকায় ছিল। কিন্তু বর্তমান বাস্তবতায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর একটি স্বাভাবিক সময় সৃষ্টি হয়েছে। এই সময়ে দলের পার্টি অফিসে অগ্নিসংযোগের ঘটনা চরম বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করবে।
এছাড়া দেশে যে নতুন করে মব কালচার তৈরি হয়েছে তা আরও দীর্ঘায়িত হতে পারে। ছাত্রদলের সাধারণ সম্পাদক মনে করেন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বাংলাদেশকে নিয়ে বিভ্রান্তিমূলক যে বক্তব্য দিয়েছেন এবং ভারতীয় লবিরা যে বক্তব্য দিচ্ছেন তার সঙ্গে জাতীয় পার্টির অফিসে অগ্নিসংযোগকে অনেক বেশি জাস্টিফাই বা প্রাসঙ্গিক করে তুলবে। ছাত্রদলকে নতুনভাবে ঢেলে সাজানোর পরিকল্পনায় নাছির উদ্দীন নাছির আরও বলেন, গত সময়ের রাজনৈতিক কালচারে পরিবর্তন আনা হবে। ক্যাম্পাসে শোডাউন, মিছিল, গেস্টরুম কালচার ভেঙে ফেলা হবে। সাধারন শিক্ষার্থীদের জনমতের ভিত্তিতে ছাত্রদলের নেতৃত্ব গঠন করা হবে। শিক্ষার্থীদের ঐকমত্যে ছাত্রদলের রাজনীতি পরিচালিত হবে। পরে শিক্ষার্থীদের মধ্যে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ ও কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন ছাত্রদল সাধারণ সম্পাদক। এসময় আরও উপস্থিত ছিলেন- জেলা ছাত্রদলের সভাপতি শাজাহান খান, সাধারণ সম্পাদক মোমিন মালিতা, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব মামুনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।