মুন্সীগঞ্জ সদরে অবৈধ কারেন্ট জাল ও জমি নিয়ে বিরোধের জেরে দুই শিশুসহ একই পরিবারের চার সদস্য ৪ দিন ধরে গ্রামছাড়া। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার রামপাল ইউনিয়নের পশ্চিম কাজী কসবা বদরপাড়া গ্রামে। এতে করে ভুক্তভোগী অটোরিকশাচালক মো. রানা তার ছেলে আমির হামজা (৬), মেয়ে খাতিজা (৪) ও স্ত্রী হামিদা বেগমকে নিয়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছে। এ ঘটনায় শনিবার রাতে মুন্সীগঞ্জ সদর থানা একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী রানার মা নাসিমা বেগম। অভিযোগ সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জ সদর উপজেলা রামপালের পশ্চিম কাজী কসবা বদলপাড়া নাসিমা বেগম সম্পর্কে প্রতিবেশি রতন মিয়া, আরমান, ইকবাল ও ইমরানদের সঙ্গে পূর্ব থেকেই সাড়ে ৫ শতাংশ জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। তাদের মারধরের ভয়ে নাসিমা ও তার দুই ছেলে নিশাদ ও সাফাদ বাড়ি থেকে বের হয়ে অন্যত্র গিয়ে বসবাস করছে। বর্তমানে বাড়িতে নাসিমার বড় ছেলে মো. রানা তার স্ত্রী ও তাদের দুই সন্তান নিয়ে বসবাস করে। নাসিমা বেগম জানান, বদলপাড়া গ্রামে রতন মিয়ার মালিকানাধীন কারেন্ট জাল আয়রন ফ্যাক্টরি রয়েছে ঐ জালের ফ্যাক্টরিতে গত ৩০ অক্টোবর দুপুরে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান দিলে আমার বড় ছেলে মো. রানাকে পুলিশের সোর্স হিসেবে অভিযুক্ত করে তারা। পরে রাত ৯টার দিকে পূর্ব পরিকল্পিতভাবে আমার বড় ছেলেকে জালের ফ্যাক্টরি সামনে নিয়া অকথ্য ভাষায় গালিগালাজ, এলোপাথারি কিলঘুষি মেরে জখম করে। পরে বড় ছেলেকে মারতে আসলে আমার বড় ছেলে প্রাণভয়ে ওইদিন রাতেই বাড়ি থেকে বের হয়ে অন্যত্র চলে যায়। অভিযোগকারী নাসিমা বেগম বলেন, জমি নিয়ে তারা আমাদের বিরুদ্ধে একটি মামলা করেন তিন বছর আগে। আমার বড় ছেলেকে মিথ্যা বিষয়ে ফাঁসানোর চেষ্টা করছে। গত শুক্রবার আমার ছেলেকে বাসায় না পেয়ে বাড়িতে ভাঙচুর করে, ছাদের গাছপালা ভেঙে- পানির লাইন কেটে দেয় এবং ঘরে তালা লাগিয়ে দেয় তারা।