আপৎকালীন জরুরি তহবিল হস্তান্তর
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
গণউন্নয়ন কেন্দ্র (জিইউকে) কর্তৃক বাস্তবায়িত ও ইউএনডিপির সহযোগিতায় ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস এন্ড রিস্ক রিডাকশান ইনিশিয়েটিভস (ডিপিআরআর) প্রকল্পের উদ্যোগেইওসি সামগ্রী, দুর্যোগ সুরক্ষা সামগ্রী ও আপদকালীন জরুরি তহবিল হস্তান্তর অনুষ্ঠানউখিয়া উপজেলা নির্বাহী অফিসার তানভির হোসেন এর সভাপতিত্বে উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) পক্ষ থেকে ইমারজেন্সি অপারেশন সেন্টারের জন্য ইওসি সামগ্রী, দুর্যোগ সুরক্ষা মালামাল ও আপদকালীন জরুরি তহবিলের জন্য ১৫ লাখ টাকার একটি চেক উখিয়া উপজেলা নির্বাহী অফিসার তানভির হোসেনের নিকট হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এটিএম কাওসার আহম্মদ, উখিয়া থানার অফিসার ইনচার্জ আরিফ হোসাইন, ইউএনডিপি ডিআরআর অ্যানালিস্ট ওবায়দুল ইসলাম মুন্না প্রমুখ উপস্থিত ছিলেন।