হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় দুই সহোদরের একজনকে যাবজ্জীবন ও অন্যজনকে ১ বছর কারাদণ্ড দেয়া হয়েছে। যাবজ্জীবন ও এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- জেলার বানিয়াচং উপজেলায় চন্ডিপুর গ্রামের গুরুচরণ বিশ্বাসের ছেলে পরিমল বিশ্বাস এবং রথীন্দ্র বিশ্বাস। রায়ে পরিমলকে যাবজ্জীবন কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং রথীন্দ্রকে এক বছরের সশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। গতকাল মঙ্গলবার হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের (২) বিচারক মো. ইয়াছির আরাফাত এ রায় দেন। বিকাল অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পেশকার তপন সিংহ এসব তথ্য জানান।
রায় ঘোষণার সময় সাজার আদেশপ্রাপ্ত দুই ভাই আদালতে উপস্থিত ছিলেন। নিহত রঞ্জু বিশ্বাস চন্ডীপুর গ্রামের মৃত লাল মোহন বিশ্বাসের ছেলে। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হাবিবুর রহমান খান জানান, রঞ্জুর সঙ্গে পরিমল ও তার ভাই রথীন্দ্রের পূর্ব বিরোধ ছিল। এর জেরে ২০১০ সালের ২২ মার্চ দুই ভাই তাকে কুপিয়ে হত্যা করেন।