দুই যুগ পর হাবিপ্রবি পেলো প্রোভিসি

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

প্রতিষ্ঠার দুই যুগ পরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রো ভিসি হিসেবে নিয়োগ পেলেন একই বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসর ড. সফিকুল ইসলাম সিকদার। গত সোমবার রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে আগামী ৪ বছরের জন্য হাবিপ্রবির প্রোভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের এগ্রোনোমি বিভাগের সিনিয়র প্রফেসর ড. সফিকুল ইসলাম সিকদার। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ২৪ বছরে এই প্রথম প্রোভিসি পদে নিয়োগ দেয়া হলো। ১৯৯৭সালে তৎকালীন পটুয়াখালী কৃষি কলেজে প্রভাষক হিসেবে ড. সফিকুল তার কর্মজীবন শুরু করেন। ১৯৯৯ সালে তিনি হাবিপ্রবির এগ্রোনোমি বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেন। বিশিষ্ট শিক্ষাবিদ ড. সফিকুল ইসলামের তত্ত্বাবধানে ৬৮ জন ও সহ তত্ত্বাবধানে ৩২ জন শিক্ষার্থী এমএস ডিগ্রি এবং ৩ জন পিএইচডি অর্জন করেন। দেশি-বিদেশি জার্নালে তার ৪০টি গবেষণামূলক প্রকাশনা রয়েছে।