ধানের ক্রয়মূল্য ৩৭ টাকা কেজি নির্ধারণের দাবি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ঠাকুরগাঁও প্রতিনিধি
‘কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও’ এই স্লোগানকে সামনে রেখে ধানের দাম কেজি প্রতি ন্যূনতম সাড়ে ৩৭ টাকা সরকারি ক্রয় মূল্য নির্ধারণের দাবিতে ঠাকুরগাঁওয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় কৃষক সমিতির নেতারা ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয় কেন্দ্র চালু, দখলকৃত খাসজমি উদ্ধারসহ ১২ দফা দাবিতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। গতকাল বাংলাদেশ কৃষক সমিতি, ঠাকুরগাঁও জেলা কমিটির আয়োজনের এই কর্মসূচি পালন করা হয়। প্রথমে উদীচী কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে অবস্থান নেয়। এরপর সংগঠনের নেতারা জাতীয় ও স্থানীয় কৃষকের ১২ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে প্রদান করেন।
পরে মিছিলটি চৌরাস্তায় গিয়ে সংগঠনের জেলা সভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোহাম্মদ আলতাফ হোসাইন, সহসাধারণ সম্পাদক সুকান্ত সফি চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক মোর্তুজা আলম, সংহতি বক্তব্য রাখেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক অ্যাড. আবু সায়েম প্রমুখ।