ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষে নিহত এক

নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষে নিহত এক

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গভীর রাতে দুইপক্ষের সংঘর্ষে সিদ্দিক মোল্লা নামে (৮০) একব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাসিরনগর থানার ওসি আব্দুল কাদের। গত সোমবার রাত তিনটার দিকে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিদ্দিক মোল্লা সোনাতলা গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৭ মে ইউপি সদস্য সালামের মেয়ে শাহিনুর বেগম পালিয়ে বিয়ে করে একই গ্রামের সাইফুল মিয়াকে। কিন্তু শাহিনুরের বাবা সালাম এ বিয়ে মেনে নেয়নি। সম্পর্কে সাইফুল ও শাহিনুর চাচা-ভাতিজি। বিয়ের কয়েকমাস পর পরিবারিক চাপে সাইফুলকে ডিভোর্স দেয় শাহিনুল। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে শাহিনুরের বাবাকে মারধর করে সাইফুল। এ জেরে দু’পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। এর ফলে সালাম নাসিরনগর থানায় একটি মামলাও করেন। এই মামলার আসামি ধরতে যায় গত সোমবার রাতে। এ সময় পুলিশের উপস্থিতিতে দু’পক্ষ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রতিপক্ষের আঘাতে আহত হয় সিদ্দিক মোল্লা। নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর পর সাইফুলের বাড়িতে মৃত্যুর সংবাদ পৌঁছার পর সালামের বাড়িতে চালানো হয় হামলা-ভাঙচুর ও লুটপাট। উভয়পক্ষের সংঘর্ষে সালামের পক্ষের আহত হয় সাব্বির মিয়া, রহিম মিয়া, মিজন মিয়া, সবুজ মিয়, অবিদ মিয়া, খলিল মিয়া, জামাল মিয়া, সাহাজুল মিয়া, মামুন মিয়া, তফাজ্জল মিয়া, নায়েম মিয়া, নাজমুল মিয়া, তালিম মিয়া, শারমীন বেগম ও রাফিয়া বেগম। সাইফুলের পক্ষের আহতরা হলেন আক্কল আলী, সাইফুল ও সফিক মিয়া। অন্য আহতদের নাম জানা যায়নি। চাতলপাড় পুলিশ ফাঁড়ির এসআই জাহির হোসেন বলেন, সোনাতলা গ্রামটি চরের মধ্যে। সালামের করা একটি মামলায় আমরা আসামি ধরতে যাই। সেখানে এক পক্ষের লোকজন প্রতিপক্ষের লোকদের উপর হামলা করে। প্রায় প্রায় ২ ঘণ্টা চলে উভয়পক্ষের সংঘর্ষ। নাসিরনগর থানার ওসি আব্দুল কাদের বলেন, দুই পক্ষের মধ্যে পূর্ব শত্রুতা দীর্ঘদিনের।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত