নদীতে ডুবে ইন্দোনেশীয় নাগরিকের মৃত্যু

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটের করতোয়া নদীতে গোসল করতে নেমে ফাইজির রহমান (৪৮) নামে এক ইন্দোনেশীয় নাগরিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বেলা ১২টায় উপজেলার করতোয়া নদীর কুলানন্দপুরঘাটের অদূর থেকে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরির দল তার লাশ উদ্ধার করে। এর আগে সকাল সাড়ে ৮টায় একই ঘাটে গোসল করতে নেমে নিখোঁজ হন তিনি। নিহত ইন্দোনেশীয় নাগরিক ফাইজির রহমান তাবলীগ জামায়াতের সাথে এসেছিলেন। তাবলীগের কয়েকজন মুসল্লি কুলানন্দপুর গ্রামের উত্তরপাড়া জামে মসজিদে অবস্থান করছেন। স্থানীয়রা জানান, সকালে তাবলীগের ৩-৪ জন মুসল্লি নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে হঠাৎ বিদেশি নাগরিক ফাইজির নিখোঁজ হয়ে যায়। গোসল করতে নামা অন্য মুসল্লিরা স্থানীয়দের মাধ্যমে থানা এবং ফায়ার সার্ভিসকে খবর দিলে বাহিনী দুটির সদস্যরা ঘটনাস্থলে আসেন। ঘোড়াঘাট ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা প্রাথমিকভাবে নদীতে উদ্ধার অভিযান চালালেও সন্ধান পাওয়া যায়নি। পরে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করে। ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি।