ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

অজ্ঞানপার্টির খপ্পরে এনজিওকর্মী

অজ্ঞানপার্টির খপ্পরে এনজিওকর্মী

কিশোরগঞ্জের ভৈরবে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নগদ ৩২ হাজার টাকাসহ স্বর্ণাংলকার ও মোবাইল খোয়ালেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির কর্মকর্তা তাছলিমা বেগম। গতকাল বুধবার ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ভৈরব শহরের বাসস্ট্যান্ড দুর্জয় মোড় এলাকায় ফল কিনতে যায় স্থানীয় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি কর্মকর্তা তাছলিমা বেগম। এ সময় হঠাৎ করে তিন যুবক তার পাশে দাঁড়িয়ে একটি ব্যাগে থাকা মূল্যমান জিনিস বিক্রি করে দিতে বলেন। এরপর এ বিষয়ে কথা বলার মাঝে তাদের মধ্য একজন যুবক তার গাড়ে হাত রাখার সঙ্গে সঙ্গেই তিনি অচেতন হয়ে যান। এরপর তার কাছ থেকে নগদ ৩২ হাজার টাকা, একটি স্বর্ণের চেইন, একটি স্মার্ট ফোন নিয়ে যায়।

ভৈরব থানার ওসি মোহাম্মদ হাসমত উল্লাহ জানান, অভিযোগের ভিত্তিতে এই ঘটনায় জড়িতদের ধরতে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত