ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

টাঙ্গাইলে নিষিদ্ধ পলিথিন জব্দ

টাঙ্গাইলে নিষিদ্ধ পলিথিন জব্দ

টাঙ্গাইলে ৬০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ও নিষিদ্ধ পলিথিন ব্যবহারের দায়ে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার সদর উপজেলার বরুহা বাজার ও মির্জাপুর উপজেলায় গোড়াই বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, টাঙ্গাইল সদর উপজেলার বরুহা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত।

অভিযানে বাজারের সেভেন ব্রাদার্স নামক দোকান থেকে ৪৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ও তিন হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারে ফাহিম স্টোর থেকে ১২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ও দুই হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত ওই বজারের কয়েকটি দোকানের মালিককে নিষিদ্ধ পলিথিন বিক্রি ও ব্যবহার না করতে সর্তক করেন।

অপরদিকে, একইদিন জেলার মির্জাপুর উপজেলার গোড়াই বাজারের একটি দোকানে জিলাপি তৈরিতে কেমিক্যাল মেশানো ও মূল্য তালিকা না থাকায় ১০ হাজার টাকা এবং একটি মাংসের দোকানে দুই হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইলের সহকারী পরিচালক সিকদার শাহীনুর আলম ওই অভিযান পরিচালনা করেন। অভিযান চালানোকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত