হবিগঞ্জে অসময়ে শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে শিলাবৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার রাতে হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ ও বানিয়াচং উপজেলাসহ বিভিন্ন স্থানের ওপর দিয়ে শিলাসহ বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বয়ে যায়। এতে রোপা আমন ধানসহ নানা ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি। ভেঙে গেছে গাছপালা, বাসা বাড়ি ও গাড়ির কাঁচ। বৃষ্টির পর দেখা গেছে রাস্তা ও বাসা বাড়ির আঙ্গিনায় শিলাবৃষ্টির স্তুপ। শিলাবৃষ্টির সঙ্গে ধমকা হাওয়ায় খেতের রোপা আমনের ধান, নানা ধরনের সবজির ব্যাপভাবে ক্ষতি হয়েছে। এ অবস্থায় কৃষকরা হতাশ হয়ে পড়েছেন। কৃষক সুজন মিয়া জানান, হঠাৎ করে ঝড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় শিলাবৃষ্টি। এতে তার ক্ষেতে চাষকৃত লাল শাখ একেবারে ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে বেগুন ক্ষেতেরও। এসব চাষে তার প্রায় ২৫ হাজার টাকা খরচ হয়েছিল। নতুন করে চাষ করারমত টাকা তার কাছে নেই। এ অবস্থায় তিনি বিরাট হতাশায় পড়েছেন। কৃষক সিরাজ মিয়া জানান, তার ক্ষেতের রোপা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এ অবস্থায় তিনি কি করবেন ভেবে পাচ্ছেন না। সিরাজ ও সুজনের ন্যায় শত শত কৃষক ক্ষতির মুখে পড়েছেন। ক্ষেতে পুনরায় ফসল চাষ করার জন্য তারা সরকারের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেন। সরেজমিন দেখা গেছে, ঝড়ো হাওয়ায় জেলার বিভিন্ন স্থানে অনেক গাছ ভেঙে পড়েছে। শিলাবৃষ্টির প্রভাবে ভেঙেছে বিভিন্ন গাড়ির কাঁচ। ভেঙেছে বাসার জানালার কাঁচও। হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. আকতারুজ্জামান বলেন, বোরো ধানের মৌসুমে সাধারণত শিলাবৃষ্টি হয়ে থাকে। এবার আমনের মৌসুমে অসময়ে শিলাবৃষ্টি হয়েছে। তবে এতে রোপা আমনের তেমন একটা ক্ষতি হওয়ার কথা নয়। তারপরও কেমন ক্ষয়ক্ষতি হয়েছে খোঁজ নিয়ে দেখা হচ্ছে।