গাজীপুরের কালিয়াকৈরে বাজার অভিযান কালে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজকে লাঞ্ছিত করে ব্যবসায়ী সিন্ডিকেট বাহিনী। এ ঘটনায় গতকাল বুধবার ছয়জনের নাম উল্লেখ করে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এলাকাবাসী ও মামলা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার পূর্ব নির্ধারিত সিডিউল অনুযায়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলো আফরোজ উপজেলার সফিপুর কাঁচাবাজার মনিটরিংয়ে যান। এ সময় উপস্থিত ছিলেন ভূমি অফিস কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যরা। অভিযান চালিয়ে আরিফুল মিয়া ও রাজু মিয়া নামে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন ওই ম্যাজিস্ট্রেট। মুহূর্তের মধ্যে ওই বাজারে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট বাহিনী তাদের অভিযানে বাধা দেন। এক পর্যায়ে ওই ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে ব্যবসায়ী সিন্ডিকেট বাহিনী। তাদের তোপের মুখে পড়ে লাঞ্ছিত হন ওই ম্যাজিস্ট্রেট দিলো আফরোজ। এ সময় তারা ওই অভিযান কারী কর্মকর্তাদের আধাঘণ্টা অবরোধ করে রাখেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অবরুদ্ধদের উদ্ধার করেন। এ ঘটনায় ভূমি অফিস বেঞ্চ সহকারী আতিকুল ইসলাম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আরিফ, রাজু আহমেদ, সজীব হোসেন, আনোয়ার হোসেন, হানিফ আলী, সোহেল মিয়া নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো অনেককে আসামি করা হয়েছে। কালিয়াকৈর থানার অপারেশন (ওসি) যোবায়ের আহমেদ জানান, ওই ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।