ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

চকপাড়া উন্নয়নের সোপান ইসলামী সংঘের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত মিথ্যা, বানোয়াট ও অর্থ আত্মসাতের সংবাদ প্রকাশের বিরুদ্ধে প্রতিবাদ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার শেরপুরের গাজিরখামার ইউনিয়নের চকপাড়া কড়ইকান্দা গ্রামে উন্নয়নের সোপান ইসলামী সংঘের প্রধান উপদেষ্টা আব্দুর রশিদ লিখিত বক্তব্য পাঠ করে বলেন, শেরপুর সদর উপজেলার ৪নং গাজীর খামার ইউনিয়নের চকপাড়া কড়ইকান্দা গ্রামে অবস্থিত উন্নয়নের সোপান ইসলামী সংঘ একটি আর্থ সামাজিক উন্নয়ন মূলক সংগঠন। এই সংগঠনটির উদ্যোগে প্রতি বছর তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করিয়া থাকি। প্রতিবারের ন্যায় এবারও ১ নভেম্বর মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে প্রধান বক্তা করে ৮ম বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয় তাফসীরুল কুরআন মাহফিলের প্রধান বক্তা একই দিনে একাধিক ওয়াজ মাহফিলের প্রোগ্রাম থাকায় আমাদের তাফসীরুল কুরআন মাহফিলে যথাসময়ে উপস্থিত হইতে পারেননি। যদিও তিনি গাজীর খামার বাজার পর্যন্ত এসেছিল তা একাধিক গণ্যমান্য ব্যক্তি ও অটোরিকশা চালকদের সাক্ষ্য প্রমাণে প্রমাণিত।

উন্নয়ের সোপান ইসলামী সংঘ সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই ৩০ জন সদস্য নিয়ে এলাকায় বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে থাকি। এবছর ৮ বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের প্রধান বক্তা উপস্থিত না থাকায় এলাকার কিছু দুষ্কৃতকারী ব্যক্তিরা আমাদের উন্নয়নের সোপান ইসলামী সংঘ সংগঠনটির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মিথ্যা, ভিত্তিহীন, মনগড়া খবর পোস্ট করে আমার সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত