মুন্সীগঞ্জে কৃষি শ্রমিকদের চাহিদা বেড়েছে
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মাসুদ রানা, মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বর্ষার পানি নামা শুরু হওয়ায় চাহিদা বেড়েছে শ্রম বেচা-কেনার হাটে কৃষি শ্রমিকদের। পুরুষের পাশাপাশি নারীরাও কৃষি কাজে শ্রম বিক্রি করছেন, বর্ষার পানি নামতে শুরু করায় কৃষি জমি জাগতে শুরু করেছে। এ অবস্থায় কৃষি জমিগুলো পরিষ্কার, আগাছা মুক্ত করা, ধইঞ্চা কাটা, কোথাও আমন ধানকাটাসহ নানা কাজে উঠে পড়ে লেগেছে জমি মালিকরা, এই কারনে চাহিদাও বেড়েছে কৃষি কাজ করতে আসা বিভিন্ন জেলার শ্রমিকদের। টঙ্গীবাড়ি উপজেলার বালিগাও বাজার, দিঘিরপাড় বাজার, টঙ্গীবাড়ী বাজার, হাসাইল বাজারসহ বিভিন্ন ছোট ছোট হাট-বাজারে এই শ্রম কেনাবেচার হাট বসে। সরজমিনে দেখাযায়, সড়কের পাশে প্রকাশ্যে শ্রম বেচাকেনার দর দাম হচ্ছে। এ সময় শ্রমিকরা জানান- প্রতিদিন ভোর বেলা থেকেই এখানে শ্রম বিক্রির হাট বসে। বাড়ির গৃহস্থরা তাদের চাহিদা অনুযায়ী এখান থেকে দরদাম করে শ্রমিক কিনে নিয়ে যায় বিভিন্ন প্রকার কৃষি ও গৃহস্থালি কাজ করানোর জন্য। কৃষক গিয়াস উদ্দিন ঢালী জানান, বর্ষায় ডুবে যাওয়া ফসলি জমি জাগতে শুরু করেছে তাই সেই গুলো পরিস্কার করে ফসল রোপনের জন্য উপযোগী করতে ভাড়ায় শ্রমিক নিতে বালিগাও হাটে এসেছি। এ উপজেলায় রংপুর গাইবান্ধা, বরিশাল, জামালপুর, ময়মনসিংহ, কুড়িগ্রামসহ বিভিন্ন জেলা থেকে কৃষিকাজের জন্য দিন মজুর ও শ্রমিক এসে থাকে। তবে এবার এখনো সব জেলার শ্রমিকরা এখনো এসে পৌছাইনি, তাই একটু চাহিদা বেশি মনে হচ্ছে। এ ছাড়া আগে এই উপজেলার মানুষও টুকটাক নিজেদের কাজসহ পার্শ্ববর্তী জমিতে টাকার বিনিময়ে শ্রম দিতো কিন্তু বর্তমানে প্রায় প্রতিটি ঘরের মানুষ প্রবাসী হওয়ায় বাড়ি বাড়ি গিয়েও শ্রমিক খুঁজে পাওয়া যায়না।