মানিকগঞ্জের সিংগাইয়ে স্ত্রী এবং ছোট ভাইয়ের হাতে খুন হয়েছেন বড় ভাই সিংগাপুর প্রবাসী উজ্জ্বল মিয়া (৩০)। গতকাল সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন ও জড়িত তিনজনকে আটকের খবর জানান পুলিশ সুপার বশির আহমেদ (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি)। নিহত উজ্জ্বল সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের উত্তর কাংশা গ্রামের লোকমান মোল্লার ছেলে। এ ঘটনায় আটক তার স্ত্রী কাঞ্চন ওরফে মনিরা (২৩) নিহতের ছোট ভাই মো. ঝন্টু (২৪) এবং তার বন্ধু মাসুদ (২২)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যায় জড়িত থাকার স্বীকারোক্তি দিয়েছে গ্রেপ্তাররা। ঘটনার বর্ণনা জানিয়ে পুলিশ সুপার বলেন, প্রবাসী উজ্জ্বল বিদেশ থাকার সময় তার ছোট ভাই মো. ঝন্টুর সঙ্গে তার স্ত্রী মোছা. কাঞ্চনের (মনিরা) সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। দেশে আসার ৯ দিনের মাথায় ১২ অক্টোবর রাতে পরিকল্পিতভাবে স্ত্রী দুধের মধ্যে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে ব্যবহৃত গামছা দিয়ে হাত, পা বেঁধে ফেলে। এরপর দেবর ঝন্টুকে ডেকে আনলে ঝন্টু তার বন্ধু মাসুদকে ফোন করে বাড়িতে আসতে বলে। এরপর গলায় গামছা পেঁচিয়ে স্ত্রী, ছোট ভাই এবং বন্ধু মাসুদ হত্যা নিশ্চিত করে। লাশ বাঁশের সঙ্গে বেঁধে ধলেশ্বরী নদীর তীরে নিয়ে যাওয়া হয়। ধারালো ছুরি দিয়ে লাশের বুক চিড়ে বড় ড্রামের সঙ্গে বেঁধে নদীতে ফেলে দেয়।