জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
গতকাল বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট পরবর্তী সেনা অভ্যুত্থান ও পালটা অভ্যুত্থানের মধ্যদিয়ে দেশে যখন চরম নৈরাজ্যজনক পরিস্থিতি বিরাজ করছিল, তখন সিপাহি-জনতার মিলিত ঐক্যের বিপ্লব দেশ ও জাতিকে অনাকাঙ্ক্ষিত শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্তি দিয়েছিল। অভূতপূর্ব সেই বিপ্লব-অভ্যুত্থানের মধ্যদিয়ে সাময়িক বন্দিদশা থেকে মুক্ত হন স্বাধীনতার ঘোষক তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান। বিএনপিসহ সমমনা দলগুলো ৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে।
শেরপুর : দিবসটি উপলক্ষে জেলা বিএনপির আহ্বায়ক হযরত আলী নেতৃত্বে বিশাল র্যালি শহর প্রদক্ষিণ করে। র্যালিতে ছাত্রদল যুবদল শ্রমিক দল ও বিএনপির অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। র্যালি শেষে রঘুনাথ বাজার জেলা বিএনপির কার্যালয়ে সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হযরত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আওয়াল চৌধুরী, শহর বিএনপির সভাপতি মামুনুর রশিদ পলাশ, জেলা যুব দলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা প্রমুখ।
নেত্রকোণা : ছোটবাজারস্থ জেলা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা কেন্দ্রীয় শহীদমিনারে শেষ হয়। জেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডা. আনোয়ারুল হকের সভাপতিত্ব ও সদস্য সচিব ড. মো. রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, সাবেক সভাপতি নূরুজ্জামান নূরু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জিপি মাহফুজুল হক, যুগ্ম আহ্বায়ক এসএম মনিরুজ্জামান দুদু প্রমুখ।
সাতক্ষীরা : জেলা বিএনপির দুই গ্রুপের পৃথক পৃথক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খুলনা রোড মোড়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এদিকে জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিমের নেতৃত্বে শহরের পলাশপোল মোজাহারের পেট্রোলপাম্প থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খুলনা রোড মোড়ে গিয়ে আলোচনাসভায় মিলিত হয়। পৃথক দুটি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী ও সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম।
নীলফামারী : দিবসটি উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ, ব্লাড গ্রুপিং, রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর সুপার মার্কেটস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জেলা ডক্টর এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম।
শরীয়তপুর : শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরনের সভাপতিত্বে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুর-১ এর সাবেক এমপি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার নাসির উদ্দীন কালু। এ ছাড়া, জেলা বিএনপির সাংগঠনিক সম্পদক মাহবুবুল আলম তালুকদার ও সহ-সভাপতি আব্দুল মান্নানের নেতৃত্বে পৃথক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনাকে ধারণ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র বাস্তবায়নের মধ্যদিয়ে বৈষম্যহীন দেশ গড়ার জন্য নেতাকর্মীদের একজোট হয়ে কাজ করার আহ্বান জানান।
কুড়িগ্রাম : জেলা বিএনপির দুটি পক্ষ পৃথক পৃথক র্যালি ও সমাবেশের আয়োজন করে। জেলা বিএনপির দাদামোড়স্থ কার্যালয়ে সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে র্যালি নিয়ে শহর প্রদক্ষিণ শেষে কলেজ মোড়স্থ বটতলায় সমাবেশ অনুষ্ঠিত হয়। অন্যদিকে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে জেলা বিএনপির সহসভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ শেষে কলেজ মোড়স্থ আমতলায় সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির সাবেক সদস্য আজিজুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা।
নওগাঁ : নওগাঁয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শহরের কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যারি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক নান্নু, সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, সাবেক সভাপতি নজমুল হক সনি, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলুসহ জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঝালকাঠি : বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বলেছেন, শেখ হাসিনা এ দেশকে তলাবিহীন ঝুড়ি বানিয়েছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। বর্তমানে ভারতে অবস্থান করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগের ঝালকাঠির দানব আমির হোসেন আমু গ্রেপ্তার হয়েছে। এ জেলার মানুষ মিষ্টি বিতরণ করেছে। এদের বিচার বাংলার মাটিতে হবে। এদশের মানুষ সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে বিপুল ভোটে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবে। তারেক রহমান হবেন এদেশের আগামীর প্রধানমন্ত্রী। ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা বিএনপির সৈয়দ হোসেন এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্ট, জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল মন্টু প্রমুখ।
ভোলা : জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। এর আগে বিএনপির কার্যালয়ের সামনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম, সদর উপজেলা বিএনপির সভাপতি আসিফ আফতাবসহ আরো অনেক নেতারা।
নোয়াখালী : কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান নোয়াখালী-৪ (সদর ও সূবর্নচর) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে আমাদের দীর্ঘদিনের অর্জিত লড়াইয়ে সুফলের এই অর্জন ব্যর্থ হতে দেয়া যাবে না। নোয়াখালী জেলা শহীদ ভূলু স্টেডিয়ামে জেলা বিএনপির আয়োজনে র্যালি পূর্বে গণজামায়েত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সোনাইমুড়ি উপজেলা বিএনপির আহবায়ক আনোয়ারুল হক কামাল, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদুর রহমান রিপন, পৌরবিএনপি সভাপতি আবদুল মতিন লিটন, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষা চন্দ্র দাস প্রমুখ।
চাঁদপুর : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, আওয়ামী লীগ তারেক রহমান-বিএনপিকে ভয় পেতো বলে হাজার হাজার মিথ্যা মামলা দিয়েছে। অনতিবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে তাকে দেশে আসার সুযোগ করে দিতে হবে। এ ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার কাছে দ্রুত নির্বাচন দেয়ার আহবান জানান তিনি। চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আলোচনা সভা শেষে বিএনপির আয়োজনে শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।, কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক সলিম উল্লাহ সেলিমসহ জেলা বিএনপি ও উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) : স্থানীয় বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি শামছুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের ছেলে রাহাত মান্নান লেলিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খায়রুল ইসলাম মাস্টার, সহ-সভাপতি শামছুল হক খান, সাধারণ সম্পাদক সাবেক ভিপি আয়নুল হক, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপি নেতা হাতেম আলী সুজন, রাশিদুল হাসান মিরন, যুবদল নেতা আব্দুর রাজ্জাক রানা, স্বেচ্ছাসেবক দলের নেতা মোকাদ্দেস হোসেন শোহান, ছাত্রদলের নেতা সাইফুল্লাহ সজল প্রমুখ।
পীরগঞ্জ (রংপুর) : রংপুরের পীরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপমন্ত্রী বিএনপির রংপুর বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু ।
কেশবপুর (যশোর) : দলীয় কার্যালয় চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হোসেন আজাদ। পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী।