ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

পার্বত্য জেলা পরিষদে অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান সদস্য নিয়োগ

পার্বত্য জেলা পরিষদে অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান সদস্য নিয়োগ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন ১৯৮৯ ও সংশোধিত আইন ১৯৯৭ এর ১৬ (ক) এর ৪ উপধারা এবং সংশোধিত আইন ২০১৪ এর ২ (২) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে। নতুন অন্তর্বর্তীকালীন পরিষদে খাগড়াছড়িতে চেয়ারম্যান পদে জিরুনা ত্রিপুরা। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন আরও ১৪ জন। খাগড়াছড়ি ছাড়াও রাঙামাটি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদে অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান-সদস্য নিয়োগ করা হয়েছে। রাঙামাটিতে কাজল তালুকদার ও বান্দরবানে অধ্যাপক থানজামা লুসাইকে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া প্রত্যেক পরিষদে ১৪ জন করে সদস্য রয়েছেন। উল্লেখ, ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের পর তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা পালিয়ে গাঢাকা দেয়ায় অচলাবস্থা তৈরি হয় পার্বত্য জেলা পরিষদগুলো পরিচালায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত