অভিযানের নেতৃত্ব দেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএইচ তাসফিকুর রহমান ও ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, গতকাল জেলা টাস্কফোর্স কমিটি, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও দামুড়হুদা উপজেলা প্রশাসন, দর্শনা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মেসার্স আল্লাহর দান হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও প্রক্রিয়াজাতকরণ, ফ্রিজে বাসি পচা দই সংরক্ষণ, বিএসটিআইয়ের অনুমোদন ব্যতীত দই তৈরি, দইয়ের মেয়াদ, মূল্য, ওজন ইত্যাদি না লেখা, যথাযথভাবে মূল্যতালিকা প্রদর্শন না করার প্রমাণ পাওয়া যায়।