ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

টুকরো খবর

১৮৩ বস্তা সরকারি চাল উদ্ধার

১৮৩ বস্তা সরকারি চাল উদ্ধার

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বেড়িপোটল গ্রামে এক স্কুলশিক্ষকের বাড়ি থেকে ১৮৩ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে সেনাসদস্যরা। গত বৃহস্পতিবার গভীর রাতে ওই গ্রামের সাবেক শিক্ষক জাহাঙ্গীর আলমের বাড়ি থেকে খাদ্যবান্ধব কর্মসূচির এ চাল উদ্ধার করা হয়। উপজেলা নির্বাহী (ভারপ্রাপ্ত) সাবরিন আক্তার জানান, বাড়ির ভেতরের একটি গুদামে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল নাজিরশাইল ও মিনিকেটের বস্তায় রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে সেনা সদস্যরা অভিযান চালিয়ে ১৮৩ বস্তায় ৫ হাজার ৪৯০ কেজি খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার করেন। কাজিপুর সেনাক্যাম্পের (ভারপ্রাপ্ত) কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার শরিফুল ইসলাম এ অভিযানে সহায়তা করেন। এ ঘটনায় মামলা করার জন্য স্থানীয় খাদ্যগুদাম কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত