মাগুরার শ্রীপুর উপজেলার বারইপাড়া গ্রামে গতকাল শুক্রবার সকালে ১১ একর খাস জমির উপর ‘ফ্রুটস্ ভ্যালিতে ৪০০ ফলদ বৃক্ষরোপণের উদ্বোধন করা হয়েছে। শ্রীপুর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে নির্মিত এ ‘ফ্রুটস্ ভ্যালি’তে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক অহিদুল ইসলাম। শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ বেঙ্গলের ভারপ্রাপ্ত অধিনায়ক এমএম জিল্লুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল কাদের, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুবুল হক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. ইয়াসিন আলী, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) প্রকাশ চন্দ্র সরকার, শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, শ্রীপুর থানার ওসি ইদ্রিস আলী, শ্রীপুুর প্রসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, কৃষি অফিসার কৃষিবিদ সালমা জাহান নিপা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী জানান, উপজেলার বারইপাড়া গ্রামে ১৫ একর খাস জমির উদ্ধার করে ১১ একর জমিতে নির্মিত ‘ফ্রুটস্ ভ্যালিতে লিচু, কমলা, বেদেনা, পেঁয়ারা, মালটা, বরই, তাল, নারিকেলসহ বিভিন্ন উন্নত জাতের ৪০০ ফলদ গাছের চারা রোপণ করা হচ্ছে। যা আগামীতে পরিবেশ সুরক্ষার পাশাপাশি স্থানীয় মানুষের ফলের পুষ্টি চাহিদা পূরণে ভূমিকা রাখবে।