গুণিজন সম্মাননা

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতীতে মহারশি সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণিজন সম্মাননা দেয়া হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার সদর বাজারের মিল মালিক ও খাদ্য ব্যবসায়ী সভাকক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ, কবি প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী। মহারশি সাহিত্য পরিষদের সভাপতি জামাল শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন কবি ডা. আব্দুল্লাহেল ওয়াফি হুমায়ূন কবীর। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ কবি শহীদুল ইসলাম, কবিসংঘ বাংলাদেশের সভাপতি কবি রফিকুল ইসলাম আধার, বাংলা একাডেমির আজীবনসদস্য ও বিশিষ্ট ছড়াকার আতিক হেলাল প্রমুখ। অনুষ্ঠানে ভাষাসৈনিক-শিক্ষাবিদ অধ্যক্ষ সৈয়দ আব্দুল হান্নান ও কবিসংঘ বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি কবি-লেখক তালাত মাহমুদকে মরণোত্তর সম্মাননা দেয়া হয়।