ফেনীর সোনাগাজীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় চার বালুখেকোর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো আটজনের নামে মামলা হয়েছে। গতকাল সোনাগাজী মডেল থানা সূত্র এ প্রতিবেদককে জানান, ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে। পুলিশের পক্ষ তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, মুহুরী নদীর সোনাগাজীর আমিরাবাদ অংশে অবৈধভাবে বালু উত্তোলন করছে বালুখোকরা। এমন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়ে ছবি ও ভিডিও করেন দৈনিক যুগান্তরের স্থানীয় প্রতিনিধি আবদুর রহিম। এক পর্যায়ে বালু উত্তোলনকারী মফিজুল হক, উপজেলা ফখরুদ্দিন ফারুক, জাফর রুবেল ও মোহাম্মদ সুমন বাদামতলি বাজারে সাংবাদিক রহিমের মোবাইল ছিনিয়ে নিয়ে তাকে পিটিয়ে হত্যার চেষ্টা করে। সোনাগাজী মডেল থানার ওসি মো. কামরুজ্জামান জানান, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।