ঢাকা ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

খাগড়াছড়ির দীঘিনালায় সপ্তম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থীকে অপহরণের পর হত্যার ঘটনায় তিনজনকে যাবজ্জীবন সাজা ও অর্থদণ্ড দিয়েছে আদালত। গতকাল খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ মো. আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন। আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্তরা হলো, জেলার দীঘিনালার বেতছড়ির রিয়াজ উদ্দিনের ছেলে মো. আকতার, একই এলাকার আ. ছাত্তারের ছেলে আসাদুল ইসলাম ও ইউনুছ আলীর ছেলে মোবারক হোসেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা পলাতক রয়েছে। এ মামলায় নির্দোষ প্রমাণিত হওয়ায় চারজনকে খালাস দেয়া হয়েছে। ২০১১ সালের ২৫ ফেব্রুয়ারি দীঘিনালার বেলছড়ি এলাকা থেকে সপ্তম শ্রেণির ছাত্র নুরুল আমিন হৃদয়কে অপহরণ করে হত্যা করা হয়। এ ঘটনায় ২০১১ সালের ২৭ ফেব্রুয়ারি দীঘিনালা থানায় মামলা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত