ছড়া ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলায় শিশুদের মাঝে কবিতা/ছড়া প্রতিযোগিতায় বিজয়ী সেরা সাতজনকে পুরষ্কার প্রদান করা হয়েছে। এ ছাড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী ৬০ শিশুর মাঝে অভিনন্দন পুরস্কার হিসেবে বই বিতরণ করা হয়েছে। উপজেলার সেরা পুরস্কার বিজয়ী শিশু যারিন তাসনিম, লিনিত, সাফওয়া হাসান সাইজা, মোশাররাত তাসনিম রায়তা, আনাহিতা বিনতে মুহাম্মদ, আরওয়া ও মোহাম্মদ জারির-এর হাতে পুরস্কার তুলে দেয়া হয়। পুরস্কার হিসেবে ক্রেস্ট, বই, কলম, পেন্সিল ও ‘কবিতা/ছড়া প্রতিযোগিতায় সেরা সাত পুরস্কার’ খচিত সিরামিকের মগ এং প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী সবাইকে একটি করে বই প্রদান করা হয়।

গতকাল ‘আমাদের নকলা’ গ্রুপের অ্যাডমিন সুমন আহমেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন- গ্রুপের অ্যাডমিন রাইসুল ইসলাম আসাদ ও আদনান সামী, মডারেটর আরমান হোসেন পার্থ, তৌহিদ হাসান, নাহিদ ও নীলিমা স্মৃতি প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত অভিভাবক, শিশু শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।