জমি মালিকদের মানববন্ধন
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
শ্যামনগরের ঝাপা গ্রামে ৪শ একর জমি ডিড নিয়ে জাতীয়পার্টির কেন্দ্রীয় নেতা চিংড়ি প্রকল্প করে জমির মালিকদের হারীর টাকা পরিশোধ না করে হামলা মামলা করায় জমি ফেরত ও হারির টাকা দাবি করে মানববন্ধন হয়েছে। গতকাল মানববন্ধনে জমির মালিকদের পক্ষে বক্তব্যে রাখেন কালিগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের রবিউল্লাহ বাহার। তিনি বলেন, জাতীয়পার্টির কেন্দ্রীয় নেতা আব্দুস সাত্তার মোড়ল ঝাপা মৌজায় ৪শ একর জমি ডিড করেন এবং বিসমিল্লাহ ফিস নামের চিংড়ি প্রকল্প করে বছর বছর আমিসহ জমির মালিকদের হারির টাকা পরিশোধ না করে ঘের পরিচালনা করে যাচ্ছে।