গণপিটুনির পর আ.লীগ নেতা কারাগারে
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে যুবদল নেতা রঞ্জুসহ ৩ হত্যা মামলায় সাবেক পিপি আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানকে (৭০) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল কঠোর নিরাপত্তায় তাকে আদালতে হাজির করা হয় এবং পুলিশ তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত রোববার সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পিপি ওই নেতা ঢাকার বাসা থেকে দলীয় কর্মসূচিতে অংশ নিতে গিয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণপিটুনির শিকার হন। এ গণপিটুনির পর পল্টন থানা পুলিশে সোপর্দ করা হয়। এ গণপিটুনির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। তিনি শহীদ নূর হোসেন দিবসের দলীয় কর্মসূচিতে অংশ নিতে গত শনিবার রাতে ঢাকার বাসা থেকে বের হয়ে যান। রাতে তিনি বাসায় না ফিরে গত রোববার ওই কেন্দ্রীয় আওয়ামী লীগ কার্যালয়ের আওয়ামী বিরোধী বিক্ষোভের মধ্যে ঢুকে নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে জয় বাংলা স্লোগান দিয়ে শেখ হাসিনা আসবেন বলতে থাকেন। এ সময় বিক্ষোভকারীরা তাকে বেধড়ক পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। তাকে গতকাল সকালে সিরাজগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়েছে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সিরাজগঞ্জে যুবদল-ছাত্রদলের ৩ নেতাকর্মী নিহতের মামলার এজাহারনামীয় আসামি।