ঢাকা ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

লালমনিরহাটে পলিথিন কারখানায় অভিযান

লালমনিরহাটে পলিথিন কারখানায় অভিযান

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান চালিয়ে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা ও এক টন পন্য জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের দুরারকুটি কলোনি এলাকায় এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত। জানা গেছে, পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন উৎপাদন বিপণন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। এ নিষিদ্ধ পণ্য উৎপাদন বন্ধে নিয়মিত অভিযান চালাচ্ছে সরকার। আদিতমারী উপজেলার দুরারকুটি কলোনি এলাকায় কারখানা দিয়ে দীর্ঘ দিন ধরে নিষিদ্ধ পলিথিন উৎপাদন করে সারাদেশে সরবরাহ করছেন আজাদ হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের লোকজন নিয়ে দুরারকুটি কলোনিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় আজাদ হোসেনের পলিথিন কারখানা থেকে প্রায় এক টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেন। পলিথিন উৎপাদনের অপরাধে কারখানা মালিক আজাদ হোসেনের এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত বলেন, নিষিদ্ধ পলিথিন কারখানা মালিক আজাদ হোসেনের এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করে উৎপাদন বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। জব্দ করা পণ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত