ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

শরীয়তপুরে ১২৩টি ককটেল বোমা উদ্ধার করে নিষ্ক্রিয়

শরীয়তপুরে ১২৩টি ককটেল বোমা উদ্ধার করে নিষ্ক্রিয়

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নের উত্তর আকালবরিশ গ্রামের সড়কের পাশ থেকে পরিত্যাক্ত ১০টি ব্যাগ থেকে ১২৩টি ককটেল বোমা উদ্ধার করে বিশেষ প্রক্রিয়ায় বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করেছে সিটিটিসির বোমা নিষ্ক্রিয়করণ দল। গত সোমবার সকালে শরীয়তপুরের একটি সড়কের পাশে ছড়িয়ে-ছিটিয়ে পড়েছিল কালো রঙের ১০টি ব্যাগ। ব্যাগের ভেতর বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ও সেনাবাহিনীর টিম দিনভর জায়গাটি ঘিরে রাখে। এরপর বোমা নিষ্ক্রিয়কারী দল এসে ব্যাগগুলো থেকে ১২৩টি ককটেল বোমা উদ্ধার করে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে দিয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, আকালবরিশ সড়কের পাশে কালো রঙের কতগুলো ব্যাগে বোমা সদৃশ বস্তু দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে আসে ডামুড্যা থানার পুলিশ। ব্যাগের মধ্যে ককটেল বোমার সদৃশ দেখতে পায় পুলিশ। পরে বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেয়া হয়। জননিরাপত্তার স্বার্থে দিনভর ঘটনাস্থল পুলিশ ও সেনাবাহিনী ঘিরে রাখে। পরে সন্ধ্যা ৬টার দিকে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের ৭ সদস্যের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বিশেষ প্রক্রিয়ায় ব্যাগগুলো উদ্ধার করে ১২৩টি ককটেল বোমা পায়। এরপর বিশেষ ইলেকট্রনিক পদ্ধতিতে নিরাপত্তা নিশ্চিত করে ককটেল বোমাগুলো বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে দেয়া হয়। কে বা কারা কোন উদ্দেশ্যে ককটেল বোমাগুলো এনেছিল তা খতিয়ে দেখছে পুলিশ। শরীয়তপুর পুলিশের অতিরিক্ত সুপার মুসফিকুর রহমান বলেন, সকালে খবর পেয়েছি কিছু দুষ্কৃতিকারী কালো ব্যাগভর্তি বোমা ফেলে গেছে। এরপর পুলিশ ও সেনাবাহিনীর টিম ঘটনাস্থল ঘিরে রাখে। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসির বোমা নিষ্কিয়কারী দলকে খবর দেওয়া হলে তারা এসে সন্ধ্যার পরে ব্যাগগুলো থেকে ১২৩টি ককটেল বোমা উদ্ধার করেছে। বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। কে বা কারা কি উদ্দেশ্যে এখানে ব্যাগভর্তি বোমা রেখেছিল তা তদন্ত করে পরবর্তী আইনিব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত