ঢাকা ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

জেলা পরিষদে চার উপজেলার প্রতিনিধি না রাখায় প্রতিবাদ

জেলা পরিষদে চার উপজেলার প্রতিনিধি না রাখায় প্রতিবাদ

নবগঠিত অন্তর্বর্তীকালীন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে চারটি উপজেলার প্রতিনিধি না রাখার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাঙামাটি শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে সংশ্লিস্ট উপজেলাসমূহের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাড. রাজিব চাকমা। তিনি বলেন- রাঙামাটিস্থ ১০টি উপজেলার মধ্যে শুধুমাত্র ৬টি উপজেলা মধ্যে ১৫ জন প্রতিনিধিদের নিয়োগ দিয়ে কাউখালী, বরকল, জুরাছড়ি ও রাজস্থলী উপজেলার কোনো প্রতিনিধি না রেখে এলাকাবাসীর সঙ্গে চরম বৈষম্যমুলক আচরণ করায় আমরা মর্মাহত। উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা রাঙামাটি সদর উপজেলা হতে ৯ জন সদসকে রেওয়াজবহির্ভুতভাবে নিয়োগ প্রদান করে স্বজনপ্রীতি ও ফ্যাসিস্ট মানসিকতাকে প্রতিষ্ঠিত করেছেন। অধিকন্তু পার্বত্য চট্টগ্রাম চুক্তির মাধ্যমে এলাকাবাসীর অর্জিত আইনি অধিকার হরণ করেছেন। অথচ আমাদের প্রত্যাশা ছিল, গত ৫ আগস্ট ২০২৪ খ্রিষ্ট্রাব্দ ছাত্র-জনতার আন্দোলনের পর নতুন বাংলাদেশে যে ইতিবাচক পরিবর্তন এসেছে, সারা দেশের মতো রাঙামাটি পার্বত্য জেলায়ও বৈষম্যমুক্ত পরিবেশ ফিরিয়ে আনা হবে। জেলার ১০ উপজেলা থেকে দল নিরপেক্ষ ও এলাকার উন্নয়নে নিবেদিত এমন গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত