ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

নিকাহ রেজিস্ট্রারের বিরুদ্ধে তদন্ত শুরু

নিকাহ রেজিস্ট্রারের বিরুদ্ধে তদন্ত শুরু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার ওলামা লীগের সাবেক নেতা কাজী মওলানা আলী আকবরের বিরুদ্ধে বিধি বহির্ভূতভাবে অসংখ্য বাল্যবিবাহ নিবন্ধন (রেজিস্ট্রি) করার অভিযোগ উঠেছে। এরইমধ্যে এ অভিযোগের তদন্ত শুরু হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, উক্ত উপজেলা ওলামা লীগের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর ওই ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার হিসেবে মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রার বিধিমালার আইন লঙ্ঘন করে বাল্যবিবাহ রেজিস্ট্রি করছেন। ১২ বছর থেকে ১৬ বছরের কিশোর-কিশোরীসহ শিক্ষার্থীদের বিবাহ রেজিস্ট্রি করেন। আওয়ামী লীগ সরকার আমলে এমন অসংখ্য অবৈধ কাজ করেছেন। তিনি প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়নি। অবশেষে ওই ইউনিয়নের মাদলা গ্রামের জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি তার বিরুদ্ধে নিবন্ধন অধিদপ্তর মহা পরিচালক বরাবর অভিযোগ করেছেন। তবে ওই কাজী রেজিস্টারের সঙ্গে যোগযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে শাহজাদপুর উপজেলা সাব-রেজিস্ট্রার রবিউল ইসলাম বলেন, ওই নিকাহ রেজিস্ট্রারের বিরুদ্ধে একটি অভিযোগ পাওয়া গেছে এবং এরইমধ্যে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত