নারীদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কাউখালী উপজেলা শাখার আয়োজনে, উপজেলা পর্যায়ে তিন দিন মেয়াদি আয়বর্ধন মূলক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। গতকাল বিআরডিবি প্রশিক্ষণ হলরুমে দরিদ্র মহিলাদের জন্য পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের আওতায় ২০২৪-২৫ অর্থবছরে উপজেলা পর্যায়ে তিন দিন মেয়াদি আয়বর্ধন মূলক প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করেন বিআরডিবি কাউখালী উপজেলা কার্যালয়। প্রশিক্ষণ উদ্বোধন করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা। উপজেলা বিআরডিবি কর্মকর্তা শেখ মনজুর এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন, কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মো. সোলায়মান, উপজেলা ভেটেনারি সার্জন ডাক্তার মিনহাজুল ইসলাম, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মারিয়া আক্তার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিআরডিবি সমিতির বাছাই করা ৩০ জন নারী কর্মসংস্থান সৃষ্টিতে এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।