ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

রাস্তা ধসে আট গ্রামবাসীর যোগাযোগ বিচ্ছিন্ন

রাস্তা ধসে আট গ্রামবাসীর যোগাযোগ বিচ্ছিন্ন

কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি বাজার থেকে মধ্য আকালিয়া সড়কটির প্রায় একশ ফুট অংশ ধসে তিতাস নদীতে বিলীন হয়ে গেছে। ফলে বাতাকান্দি বাজারের সঙ্গে আট গ্রামবাসীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত শনিবার ধসে পড়া উক্ত রাস্তার অংশের সঙ্গে গ্রামবাসীর ব্যবহৃত একটি পাকা ঘাটলাও বিলীন হয়ে যায়। সরেজমিনে দেখা যায়, বাতাকান্দি বাজার থেকে মধ্য আকালিয়া ও উত্তর আকালিয়া সিসি ঢালাইয়ের গ্রামীণ সড়ক রয়েছে। উক্ত রাস্তাটি ব্যবহার করে তিতাসের মধ্য আকালিয়া, উত্তর আকালিয়াসহ হোমনা উপজেলার উবধি, শ্যামনগর, অযোদ্ধানগর, মিরাশ, লালবাগ, বাবরকান্দি ও ইটাভরা গ্রামের লোকজন বাতাকান্দি বাজারে যাতায়াত করে। রাস্তাটি ধসে পড়ায় গ্রামগুলোর সঙ্গে বাতাকান্দি বাজারে যাতায়াত বন্ধ রয়েছে। এছাড়াও উত্তর আকালিয়া গ্রামের লোকজনদের ব্যবহারে জন্য ধসে যাওয়া অংশের পাশে একটি ঘাটলা ছিল। সেটিও ধসে পড়ায় সাধারণ মানুষের গোসলসহ পারিবারিক কাজে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। প্রায় একশ ফুট রাস্তার ভাঙা অংশে প্রায় ৩০ ফুট গভীর হয়ে গেছে। ফলে এ পথের যাত্রীদের গৌরীপুর-হোমনা সড়ক হয়ে বাতাকান্দি বাজারে যাতায়াত করতে হচ্ছে।

মধ্য আকালিয়ার গ্রামের মো. একে শামিম মিয়া বলেন, হঠাৎ সড়কটি ধসে পড়েছে। এসময় পাশের ডোবার পানির ¯্রােতে পাকা ঘাটলাটিও বিলীন হয়ে গেছে। সড়কটি ধসে পড়ায় বাতাকান্দি বাজারের সঙ্গে আট গ্রামবাসীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সড়কটি দ্রুত মেরামত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানায়। উত্তর আকালিয়ার ফাতেমা বেগম জানান, আমার মেয়ে প্রাইভেট পড়তে যাওয়ার সময় রাস্তাটি ধসে পড়ে। এসময় অল্পের জন্য আমার মেয়ের কোন ক্ষতি হয়নি। আল্লাহ আমার মেয়েকে বাঁচিয়েছে। অনেকটা ঘুরে এখন সে প্রাইভেটে যেতে হবে। উপজেলা প্রকৌশলী মো. শহিদুল ইসলাম বলেন, মধ্য আকালিয়ার গ্রামীণ সড়কটি ধসে পড়ার খবর পেয়েছি। সরেজমিনে পরিদর্শন করে রাস্তাটি সংস্কার করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত