ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

স্বাস্থ্য সহকারীসহ তিনজনের অর্থদণ্ড

স্বাস্থ্য সহকারীসহ তিনজনের অর্থদণ্ড

মুন্সীগঞ্জে ভুয়া টিকাকার্ড বানিয়ে আদালতে জন্ম সনদ সংশোধনের হলফনামা দাখিল করায় গজারিয়া উপজেলা স্বাস্থ্য সহকারীসহ ৩ জনকে ১১ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশসহ বিভাগীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আদেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুর ৩টায় মুন্সীগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান এ আদেশ দেন। এর মধ্যে হলফকারী ইসরাত জাহান ও তার মা মেহেরুন নেছাকে ৩ হাজার টাকা করে ৬ হাজার টাকা অর্থদণ্ড দেয়ার পর তারা আদালতে টাকা দাখিল করেন। এছাড়াও গজারিয়া স্বাস্থ্য সহকারীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়ার পর তিনি আদালতে না থাকায় হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়।

ইসরাত জাহান উপজেলার গুয়াগাছিয়া গ্রামের দ্বীন ইসলামের মেয়ে ও মেহেরুন নেছা দ্বীন ইসলামের স্ত্রী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত