কক্সবাজারের উখিয়ায় বিদেশি অস্ত্র ও গুলিসহ তিন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে ৮-আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গত মঙ্গলবার রাত ২টার দিকে পালংখালী ইউনিয়নের ক্যাম্প-০৯ এর এইচ/৫ ব্লকের লার্নিং সেন্টারের সামনে বিশেষ অভিযানটি পরিচালনা করা হয়। গ্রেপ্তাররা হলেন- ক্যাম্প-৯ এর ব্লক-সি/২ এ আশ্রিত রোহিঙ্গা আবদুর রহমানের ছেলে মো. আজিজ (২২), মো. হোসেনের ছেলে ইকবাল হোসেন (২৫), বক্তার আহমদ এর ছেলে মোহাম্মদ এনাম (১৯)। পরে জব্দ আলামত ও গ্রেপ্তারদের এফডিএমএন সদস্যেদের পানবাজার পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়।
আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান। পানবাজার আর্মড পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক খন্দকার ফজলে রাব্বী জানান, ক্যাম্প কমান্ডার রাজন কুমার দাসের তদারকিতে পুলিশ পরিদর্শক (নি.) মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নি.) সুব্রত গোলদার ও এসআই (স.) ফরিদ আহম্মদ সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন।