ঢাকা ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বীর মুক্তিযোদ্ধা নুরের নবী চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বীর মুক্তিযোদ্ধা নুরের নবী চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

লক্ষ্মীপুরের রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা নুরের নবী চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার ভাঙ্গা খা ইউনিয়নের নিয়ামতপুর দারাগাজী বেপারী বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা নুর নবী চৌধুরীর দাফনের আগে লক্ষ্মীপুর মডেল থানার পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এ সময় লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা অভি দাস জাতীয় পতাকা ও ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী জানান, এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর ভূঁইয়া, ইসমাইল, রফিকউল্লাহ, মফিজ মাষ্টারসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকাল ৫টার দিকে তিনি লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তার বয়স হয়েছিল ৭৬। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার ভাঙ্গা খা ইউনিয়নের ৮নং ওয়ার্ড নিয়ামতপুর গ্রামের দায়রা গাজী বেপারী বাড়ির মৃত ডা. আবিদ উল্যার ছোট ছেলে। তিনি এক স্ত্রী, চার ছেলে এক মেয়ে রেখে গেছেন। মুক্তিযোদ্ধা নুর নবীর পাঁচ ছেলে মেয়ের মধ্যে উচ্চ ডিগ্রি নিলেও কেউ সরকারি চাকরির সুযোগ পাননি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত